তুমি একেবারেই আলাদা! ভাব একবার কী কী অসাধারণ, এবং অলৌকিক বিষয় এটি তোমার হতে পারে! সময়ের শুরু থেকেই পৃথিবীতে যত মানুষ এসেছে এবং চলে গেছে তাদের মধ্যে একজনও তোমার মতো নয়! ভুলে যাও সবকিছু,ভুলে যাও অতিত, হাঁ তুমি পারবে,হাঁ তুমি শ্রেষ্ঠ হয়ে দেখাতে পারবে। এগিয়ে যাও বন্ধু,থেম না। না কার চুল তোমার মত,না কারো চেহারা তোমার মত? কেউ কারো মত নয়।তুমি তোমার মত।জখন সব কিছু আলাদা, তাহলে তুমি কেন আলাদা কিছু করে দেখাবে না? উঠ এবং চিৎকার করে বল-''আমি পারব, হাঁ আমি করতে পারবো''।
তুমি একেবারেই আলাদা!
ভাব একবার কী কী অসাধারণ, এবং অলৌকিক বিষয় এটি তোমার হতে পারে! সময়ের শুরু থেকেই পৃথিবীতে যত মানুষ এসেছে এবং চলে গেছে তাদের মধ্যে একজনও তোমার মতো নয়!
ভুলে যাও সবকিছু,ভুলে যাও অতিত, হাঁ তুমি পারবে,হাঁ তুমি শ্রেষ্ঠ হয়ে দেখাতে পারবে। এগিয়ে যাও বন্ধু,থেম না।
না কার চুল তোমার মত,না কারো চেহারা তোমার মত? কেউ কারো মত নয়।তুমি তোমার মত।জখন সব কিছু আলাদা, তাহলে তুমি কেন আলাদা কিছু করে দেখাবে না? উঠ এবং চিৎকার করে বল-''আমি পারব, হাঁ আমি করতে পারবো''।
মনে রাখবে আজকে জার জন্য তুমি এক জায়গায় দারিয়ে থাকবে সেই ব্যাক্তি কালকে তোমাকে ছেরে অনেক আগে চলে গেছে।
তোমার মত একই জিনিস কোন লোকের কাছে পাবে না। মনে রাখবে বন্ধু আন্ধকারে নিজের ছায়া নিজেকে ছেরে চলে যায়।তেমনি আজ যদি তুমি সামনের দিকে এগিয়ে না যাও,দেখবে একদিন তোমাকে পেছনে ফেলে সবাই অনেক আগে চলে গেছে। সবাই ভাল সময়ের সঙ্গি হতে চায়,কেউ খারাপ সময়ের নয়।মনে রাখবে কখনো অন্য কারো মত হতে চাইবে না,সদা চিন্তা করিবে অন্য কেউ জেন তোমার মত হতে চায়।
তুমি নিখুঁত ও অনন্য!কখন তুমি অন্য কারও মতো দেখতে ভান করতে হবে না।তুমি অন্য কারও মতো হতে চাইছো না,তুমি এক আর অভিন্ন।এই স্বতন্ত্রতা নিয়ে এগিয়ে চল বন্ধু।
মনে রাখবে তুমি আলাদা হতে চেয়েছিলে ইতিহাসের আর কোথাও কারও মনে, আত্মা ও চেতনায় একই জিনিস চলমান থাকবে না, যা এই মুহূর্তে তোমার মধ্যে চলছে।
যদি তোমার অস্তিত্ব না থাকে, তবে সৃষ্টির একটি গর্ত থাকবে, ইতিহাসের একটি ব্যবধান থাকবে, মানবজাতির পরিকল্পনা থেকে কিছু হারিয়ে যাবে।
তোমার স্বতন্ত্রতা ট্রেজার কর বন্ধু। এটি কেবল তোমাকে দেওয়া একটি উপহার। এটি উপভোগ কর এবং ভাগ করে নাও।
মনে রাখবে বন্ধু কেউ কারো জায়গায় যেতে পারে না,সফল ব্যাক্তিরা নিজের জায়গা নিজেই তৈরি করে নেই।তাই তোমাকেও সবার থেকে আলাদা কিছু করে দেখাতে হবে।
তোমাদের কে একটা ছোট্ট ঘটনা বলছি-আমার বন্ধু সদ্য কলেজ পাস করে বেকার ঘুরে বেরাচ্ছে। একদিন আমার ওই বন্ধুর একটি মেয়েকে দেখে ভাল লেগে যায়।বন্ধু টা ওই মেয়েটির কাছে গিয়ে বিয়ের পস্তাব দেই।কিন্তু মেয়ে টা রাজি হয় না। আমার বন্ধুকে বলে তোমার মত বেকার ছেলেকে কোন মেয়ে বিয়ে করবে না।তুমি একটা ছোট লোক।আরও নানা ভাবে আপমান করে।ওই সব শোনার পর বন্ধুটি ওখান থেকে কান্না করতে করতে চলে আসে এবং বেশ কিছু দিন না খেয়ে ঘুরে বেরায়। বন্ধুর ওই পরিস্থিতি দেখে আমারও খুব কষ্ট হয়েছিল।ধীরে ধীরে বন্ধুটি নিজের মধ্যে কষ্ট চাপা দিয়ে আগুন জ্বালিয়ে তুলল । এবং তার পর থেকে দৃড় প্রতিজ্ঞা বদ্ধ হয়ে এগোতে থাকল যে-আমি পারব, হাঁ আমি একদিন দেখিয়ে দেব আমি সবার থেকে আলাদা এবং কোটিপতির মালিক।হাঁ ঠিক তাই ঘটলো, ৩ বছর পর আজ ওই বন্ধুটা কয়েক কোটি টাকার মালিক।
তাই কখন আঘাত না পেলে কেউ বড় হতে পারে না।জিবনে যত কষ্ট আসুক না কেন, মাথা ঠাণ্ডা রেখে এগিয়ে ছল।আমার বিশ্বাস একদিন তুমি সফল হবেই।
![]() |
| alone |

COMMENTS